এফএসআইবিএলের বসুন্ধরা শাখা এখন নতুন ঠিকানায়

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে রবিবার (১০এপ্রিল ) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের  বসুন্ধরা শাখা নতুন ঠিকানা- র‌্যামস টাওয়ার, প্লট # ২২, ব্লক # এ, বসুন্ধরা মেইন রোড, বসুন্ধরা আ/এ, ঢাকায় স্থানান্তরিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক হাসানুজ্জামান মালেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.