পুতিনের ২ মেয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের উপর আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দিল আমেরিকা। পুতিনের দুই মেয়ে ক্যাটেরিনা ও মারিয়ার আমেরিকায় যে সম্পদ আছে তা ফ্রিজ করা হচ্ছে। তাদের মার্কিন অর্থ ব্যবস্থার বাইরে করে দেয়া হচ্ছে। এছাড়া রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন, তার স্ত্রী ও বাচ্চারা, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেডভেডেভের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার মানুষকে বঞ্চিত করে এরা নিজেরা ধনী হযেছেন। এদের মধ্যে কয়েকজন ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য দায়ী বা তা সমর্থন করছেন। তাই এই ব্যবস্থা নেয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধাপরাধ করেছে, নতুন নিষেধাজ্ঞা তারই জন্য বলে হোয়াইট হাউস জানিয়েছে।

ক্যাটেরিনা হলেন টেক এক্সিকিউটিভ। তিনি রাশিয়ার সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করেন বলে আমেরিকা জানিয়েছে। মারিয়া সরকারের অর্থে চলা প্রকল্পগুলির নেতৃত্বে আছেন। এই প্রকল্পগুলি ক্রেমলিনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পায়। জেনেটিকস নিয়ে গবেষণার জন্য রাশিয়া বিপুল পরিমাণ অর্থ খরচ করে এবং পুতিন নিজে এর নজরদারি করেন বলে আমেরিকা জানিয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে, পুতিন ও তার সঙ্গীরা পরিবারের মানুষদের নামে সম্পদ রেখেছেন এবং সেই সম্পদ মার্কিন অর্থ ব্যবস্থার মধ্যে আছে। এছাড়াও তা বিশ্বের অন্য অনেক প্রান্তে আছে। পুতিনের সম্পদ পরিবারের মানুষদের কাছে গোপনে রাখা হয়েছে। তাই আমেরিকা তাদের টার্গেট করছে।’

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা অর্থহীন। কারণ, ঘোষিত সম্পদ ছাড়া পুতিনের আর কোনো সম্পদ নেই। তবে মার্কিন আইনসভার কিছু সদস্যের মতে, পুতিন ও তার সঙ্গীদের প্রচুর অঘোষিত সম্পদ রয়েছে। তারা বিশাল সব বাড়ি, মেগা-ইয়ট, শিল্পসামগ্রী ও অন্য দামী সামগ্রী কিনে রেখেছেন। এমনকী, কিছু সিনেটার এই বিষয়ে খবর দিতে পারলে পুরস্কার দেয়ার কথাও ঘোষণা করেছিলেন।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, পুতিনের বড় মেয়ে মারিয়া বায়োলজি ও মেডিসিন নিয়ে পড়েছিলেন। তারপর তিনি জেনেটিকস নিয়ে গবেষণা করেন। তিনি একজন ডাচ ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলে রাশিয়ার মিডিয়ার খবর। তিনি একটি বইও লিখেছেন।

রয়টার্সের অনুসন্ধানের বলা হয়েছে, ক্যাটেরিনা পুতিনের দীর্ঘদিনের বন্ধুর ছেলেকে বিয়ে করেছেন। তার স্বামী শামালভ রাশিয়ার একটি ব্যাংকের অংশীদার। স্বামী-স্ত্রীর দুইশ কোটি ডলারের কর্পোরেট সম্পদ আছে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.