ইশানের ভক্ত হরভজন

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামী ক্রিকেটার ইশান কিষান। আর নিজেদের প্রথম ম্যাচে তিনি তার সামর্থ্যের জানান দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর রীতিমতো তার ব্যাটিংয়ের প্রেমে পড়েছেন হরভজন সিং। ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ইশানের। তবে তার আগে বয়সভিত্তিক দলের হয়ে খেলছেন তিনি। প্রতিভাবান এই উইকেটরক্ষক-ব্যাটার বয়স ভিত্তিক দল পেরিয়ে এখন আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

হরভজন বলেন, ‘আমি তার (ইশান) ভক্ত। এক ম্যাচে আমি তার বিপক্ষে বোলিং করেছিলাম এবং সে আমাকে দুই বা চারটি ছক্কা মেরেছিল। তার এমন ব্যাটিং দেখে আমি নিশ্চিত ছিলাম যে, সে দারুণ একজন ক্রিকেটার হতে চলেছে। এখন যখনই সে উইকেটে যায়, তখন তার ব্যাটিং উপভোগ করতে আমি বসে থাকি।’

দিল্লির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দল হারলেও এদিন দুর্দান্ত ব্যটিং করেছেন ইশান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা আর ইশানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় মুম্বাই। ৪১ রান করে রোহিত সাজঘরে ফিরলে ভাঙ্গে ৬৭ রানের উদ্বোধনী জুটি। এরপর মুম্বাইয়ের ইনিংসের বাকিটা জুড়ে ছিলেন কেবলই ইশান। এই ওপেনার এদিন এক প্রান্ত আগলে রেখে বোলারদের ওপর চড়াও হয়েছেন। শেষ পর্যন্ত এই ওপেনারের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ অপরাজিত ৮১ রান।

ভারতের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘ইশান একজন পরিণত ক্রিকেটার হিসেবে খেলতে এসেছেন। রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর নিজের ওপর দায়িত্ব নিয়ে খেলেছে এবং সে সিদ্ধান্ত নিয়েছিল যে, আমাকে শেষ পর্যন্ত খেলতে হবে। তিনি প্রমাণ করেছেন যে, ব্যাটার হিসেবে তিনি কতটা দক্ষ।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.