ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাটকীয়তায় ভরা ম্যাচে মুম্বাইকে ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে ১৭ বলে অপরাজিত ৩৮ রান করে বড় অবদান রেখেছেন অক্ষর প্যাটেল।
১৭৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায় দিল্লি। কিন্তু ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি টিম শেফার্ড। ১৪ বলে ২১ রান করে ফিরে যান এই ওপেনার। তবে আরেক ওপেনার পৃথ্বী শ এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৩৮ রান।
দুই ওপেনারের বিদায়ের পর বিপাকে পড়ে দল। মান্দীপ সিং ডাক মারার পর ঋষভ পান্তও ফিরে যান ১ রান করে। তাতে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দল। তবে শেষ দিকে অক্ষর আর ললিত যাদবের দুর্দান্ত ব্যাটিয়ে ম্যাচে ফেরে তারা। যাদবের অপরাজিত ৪৮ আর অক্ষরের অপরাজিত ৩৮ রানের সুবাদে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরের সবচেয়ে দামী ক্রিকেটার ইশান কিষাণ নিজের প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন। দুই ওপেনারের ৬৭ রানের জুঁটিতে বড় সংগ্রহের ভিত পায় মুম্বাই।
রোহিত শর্মা ৩২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু এদিন এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ইশান। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ অপরাজিত ৮১ রান। তাছাড়া ১৫ বলে ২২ রান করেছেন তরুণ ব্যাটার তিলক ভর্মা। শেষ দিকে টিম ডেভিড ৮ বলে ১২ আর ড্যানিয়েল শামস ২ বলে ৭ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.