বৃহস্পতিবার নতুন বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন সাকিব আল হাসান। এ ছাড়া টি-টোন্টির চুক্তি থেকে বাদ পড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা পেয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
শুধু টেস্ট আর ওয়ানডের চুক্তিতে তামিমের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে আর টি-টোয়েন্টির চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব। শুধু লাল বলের চুক্তিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।
আর শুধু টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা পেয়েছেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাইম শেখ ও শেখ মেহেদী হাসান। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন জয় এবং ইয়াসির। এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, সাইফ হাসান, শামীম পাটোয়ারি ও সৌম্য সরকার।
কেন্দ্রীয় চুক্তির তালিকা-
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়।
টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং আফিফ হোসেন ধ্রুব
শুধু টি-টোয়েন্টি: নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাইম শেখ, শেখ মেহেদি হাসান।
প্রথমবার চুক্তিতে: মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বি
বাদ পড়েছেন: সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.