রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ। খবর- বিবিসির
বুধবার এক টুইট বার্তায় এজেন্সিটি বলছে, যারা পোল্যান্ডে এসেছে তাদের মধ্যে ৯৩ শতাংশ ইউক্রেনীয় নাগরিক,১ শতাংশ পোলিশ এবং ৬ শতাংশ লোক পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে আসা। শুধু বুধবার সকালেই ৩৩ হাজার ৫০০ লোক ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢুকেছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিছু গোপন নথিপত্র পেয়েছে, যা প্রমাণ করছে যে, রাশিয়া সমর্থিত পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী এলাকায় হামলার পরিকল্পনা করছিল কিয়েভ।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় পৃষ্ঠার নথিপত্র পাঠিয়েছে, যা প্রমাণ করে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনবাসে হামলার পরিকল্পনা করছিল কিয়েভের সরকার। ইউক্রেনের ভাষায় লেখা এসব নথিপত্র তারা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি। তবে সেগুলো সামরিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনার খুটিনাটি রয়েছে।
গত মাসেই প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেন। এর কিছুদিন পরেই তিনি সেসব অঞ্চলে সেনা মোতায়েনের আদেশ দেন। এরপর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনা ঘটে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.