মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নেটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে। কোন রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে। খবর- বিবিসির
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে রাশিয়ার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে। স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।
বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে। পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.