সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছিল না। তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই থাকছে ডিআরএস। রবিবার (২০ ফেব্রুয়ারী) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
আগামী ২৩ ফেব্রুয়ারী প্রথম ওয়ানডে দিয়ে চট্টগ্রামে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তবে ইতোমধ্যেই ডিআরএসের সকল যন্ত্রপাতি ঢাকায় এসে পৌঁছেছে। পুরো সিরিজে ডিআরএসের ব্যবহার নিয়ে আশাবাদী বিসিবি।
টিটু বলেন, ‘বিপিএল চলাকালিন ডিআরএস এর যন্ত্রপাতি ঢাকায় চলে এসেছে। যারা এটা পরিচালনা করবেন সেই টেকনিক্যাল লোক-জনও চলে এসেছেন। আশা করছি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা শতভাগ ডিআরএস ব্যবহার করতে পারবো।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগানিস্তান দল এখন বাংলাদেশে। এরই মধ্যে সিলেটে নিজেদের ক্যাম্পও সেরেছে আফগানরা। যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে আফগান স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিলেন এই ক্যাম্পে।
গত শনিবার তারা সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছায়। আর রবিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে তারা। বাংলাদেশ দলও সিরিজ খেলতে রবিবার সকালে চট্টগ্রামে পৌঁছে গেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর তিনদিনের বিরতি দিয়ে ৩মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.