বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের ব্যাটিং ফর্ম ধরে রেখেছেন তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তামিমের ৪৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৭০ রানের সুবাদে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ঢাকা। জবাবে তরুণ মাহমুদুল হাসান জয়ের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত কুমিল্লা হেরেছে ৫০ রানের ব্যবধানে।
ঢাকার দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ লিটন কুমার দাস। রানের খাতা খোলার আগেই রুবেল হোসেনের বলে ইমরানুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার। এরপর ফাফ ডু প্লেসিসও দ্রুত সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান ইমরুল কায়েস। ২৩ বলে ২৮ রান করা কুমিল্লার অধিনায়কে বোল্ড করে সাজঘরে ফেরান আন্দ্রে রাসেল। একই ওভারে জয়কেও বোল্ড করেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করতে নেমে ৩০ বলে ৪৬ রান করেছেন এই তরুণ ব্যাটার।
ইনিংসের এগারোতম ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা। আর বারোতম ওভারে রান আউট হয়ে দলকে আরও ব্যাকফুটে ঠেলে দেন ক্যামেরন ডেলপোর্ট। এরপর দলকে টেনে তুলার চেষ্টা করেন করিম জানাত-আরিফুল ইসলামরা। কিন্তু তা শুধুই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত কুমিল্লা অলয়াআউট হয়েছে ১৩১ রানে। আর ৫০ রানের এই জয়ে অপরাজিত থেকে চট্টগ্রাম পর্ব শেষ করলো ঢাকা। এদিন ঢাকার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন আন্দ্রে রাসেল। ১৭ রানের বিনিময়ে এই অলরাউন্ডার শিকার করেছেন ৩ উইকেট।
এর আগে চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ৬ রান করা মোহাম্মদ শেহজাদকে এলবিডব্লিওর ফাঁদে পেলে ঢাকার শিবিরে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। এরপর ইমরানুজ্জামানকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন তামিম।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো অভিজ্ঞ এই ওপেনার এদিনও দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত তিনি সাজঘরে ফিরেছেন ৩৫ বলে ৪৬ রান করে। এরপর শুভাগত হোম- রাসেলরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। তবে আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। শুরুতে দেখে-শুনে ব্যাটিং করতে থাকা মাহমুদউল্লাহ, শেষ দিকে বাইশ গজে ঝড় তুলেছেন। অধিনায়কের ৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ঢাকা। কুমিল্লার হয়ে ৩৬ রানে ২ উইকেট শিকার করেছেন তানভির ইসলাম।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.