করোনায় আক্রান্ত আফ্রিদির বদলি হাসান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরুর আগে করোনা আক্রান্ত হয়েছেন শহিদ আফ্রিদি। ফলশ্রুতিতে শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ফলে আফ্রিদির সাময়িক বদলি নিয়েছেন কোয়েটা গ্লাডিয়েটর্স।

অভিজ্ঞ এই অলরাউন্ডারে বদলি হিসেবে বাঁহাতি অর্থোডক্স হাসানকে দলে ভেড়িয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চিইজিটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিধি-নিষেধ অনুযায়ী আপাতত সাতদিনের কোয়ারেন্টাইনে রয়েছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের এই অলরাউন্ডার। করোনা নেগেটিভ হওয়ার পর দলটির সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

লাহোর পর্বে দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে কদিন আগে জৈব ‍সুরক্ষা বলয় ছেড়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন আফ্রিদি।

পিঠে ব্যথা অনুভব করায় মঙ্গলবার মেডিকেল চেকআপের জন্য গিয়েছিলেন তিনি। পিঠের চোট সেরে উঠার আগে করোনা আক্রান্ত হলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে ইংল্যান্ডের পেসার রিচ টপলির বদলি নিয়েছে ইসলামাবাদ ইউনাইডেট। পিএসএলের এবারের আসরের পুরোটা সময় খেলতে পারবেন না টপলি। যে কারণে বাঁহাতি পেসার ওয়াকাস মাসুদকে দলে নিয়েছে ইসলামাবাদ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.