সম্পদ পুর্নমূল্যায়ন করেছে হা-ওয়েল টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের পরিচালনা পর্ষদ জমি, ভবন এবং অন্যান্য সিভিল কনস্ট্রাকশনের পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য এই সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। কোম্পানির সম্পদ পুর্নমূল্যায়ন সম্পন্ন করেছে চার্টার্ড অ্যাকাউন্টেড ফার্ম জি. কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেটস।

সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানির ৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা থেকে ৫৫ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা বেড়েছে। অর্থাৎ সম্পদ পুর্নমূল্যায়নের পর হা-ওয়েল টেক্সটইলের ১ কোটি ৪২ লাখ ৫ হাজার ২ টাকা বেড়েছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.