মাঝ পথে অধিনায়ক বদল করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে আজ মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের আগে নিজেদের অধিনায়ক বদল করেছে দলটি। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন নাইম ইসলাম।

মিরাজের অধীনে ৪ ম্যাচে দুটি জয় ও দুটি হার রয়েছে চট্টগ্রামের। যদিও টুর্নামেন্টের মাঝ পথে অধিনায়কত্ব বদল নিয়ে বিস্তারিত জানা যায়নি দলটির পক্ষ থেকে।

চট্টগ্রাম তাদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছিল। যদিও পরের ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৩০ রানে জিতে নিয়ে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়ায় তারা। পরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ২৫ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে চট্টগ্রাম পর্বে পা রেখেছিল চ্যালেঞ্জার্সরা।

যদিও নিজেদের ঘরের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। এই হারের পরই অধিনায়ক বদলে ফেলেছে তারা।

অথূর্সচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.