চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘মাদকবিরোধী’ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানে মাদক চোরাকারবারিদের সংঘর্ষে র্যাব-৭ এর মিডিয়া অফিসারসহ ২ জন আহত হয়েছেন।
র্যাব জানায়, গতকাল রাতে বারোমাসিয়া চা বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়তে হয়। মাদক চোরাকারবারিরা র্যাবের দুটি গাড়ি ভাঙচুর করেছে। চা শ্রমিকের ছদ্মবেশে মাদক চোরকারবারি দলের সদস্যরা ঘরে তৈরি মদ উৎপাদন করতো। সিন্ডিকেটটি আসন্ন ৩১ ডিসেম্বর রাতকে মাথায় রেখে প্রচুর পরিমাণ মদ উৎপাদন করছিল।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, আহতদের মধ্যে মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেনেন্ট নিয়াজ উদ্দিন চপলকে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
তবে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রাশিদুল হক বলেন, ‘র্যাব অপারেশন চালিয়েছে, এ বিষয়ে তারাই কথা বলবো। দয়া করে তাদের প্রশ্ন করুন।’
এমএ ইউসুফ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ভূজপুর ইউনিয়নের বারোমাসিয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি মদ তৈরির কারখানা ধ্বংস করে। কারখানা ও মদ ধ্বংস করার পরে যখন র্যাব সদস্যরা ফিরে আসছিল তখন মাদক চোরাকারবারিরা হামলা চালায়। এতে দুজন র্যাব সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে তাতে কেউ আহত হয়নি। হামলাকারীদের মধ্যে থেকে র্যাব ৫ জনকে আটক করে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.