আইসিবি’র কর্মকর্তা সমিতির ১৮ তম কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কর্মকর্তা সমিতির ১৮ তম কার্যনির্বাহী পরিষদের  শপথ গ্রহণ বুধবার (০৮ ডিসেম্বর)  আইসিবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) আইসিবি এর প্রধান কার্যালয়ে কর্মকর্তা সমিতির ১৮ তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আইসিবি’র কর্মকর্তা সমিতির ১৮ তম কার্যনির্বাহী পরিষদে আগামী ২ বছরের জন্য সভাপতি পদে মো. শরিকুল আনাম, সহ সভাপতি পদে তোরাব আহম্মদ খান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম খান, সহকারী সাধারন সম্পাদক পদে মোঃ মহিউদ্দীন, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হুমাযুন কবীর, দপ্তর সম্পাদক পদে এস,এম, সাইকুল আলম, প্রকাশনা সম্পাদক পদে সুজন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক পদে রাজন মিয়া, নাট্য সম্পাদক পদে মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আতিয়ার হোসেন ফাহাদ, আপ্যায়ন সম্পাদক পদে খালেদ মোর্শেদ মিয়া, নির্বাহী সদস্য পদে মো. সামছুল আলম আকন্দ, ফকরদ্দিন হাওলাদার এবং মো. মাসুম বিল্লাহ দায়িত্ব পালন করবেন।

অর্থসূচক/আরএমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.