সমবায় অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালিত

সমবায় অধিদপ্তর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনাসভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক (প্রচার ও প্রকাশনা শাখা) মো. আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৯টায় সমবায় অধিদপ্তরের সমবায় ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসসহ (অতিরিক্ত সচিব) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবগণ, বিসিএস (সমবায়) অ্যাসোসিয়েশন এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া সমবায় অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচির মধ্যে আলোচনাসভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমবায় অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর সমবায় দর্শন ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা সম্পর্কে আলোচকরা বিভিন্ন মতামত তুলে ধরেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.