সব ভেদাভেদ ভুলে, সব অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর দেখানো পথে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বৃহস্পতিবার যবিপ্রবির শেখ রাসেল জিমনেশিয়ামের প্লেগ্রাউন্ডে ভার্চুয়ালি যুক্ত হয়ে যশোরের বিভিন্ন অঞ্চলের পরিবারকে খাদ্যসামগ্রী উপহার কর্মসূচির উদ্বোধনে এ আহ্বান জানান তিনি।
ডা. মো. এনামুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে আসুন আমরা শপথ করি, শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। যদি আমরা এটি করতে পারি, তাহলে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি আমাদের যে ঋণ, তা কিছুটা হলেও শোধ হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
যবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.