শরীয়তপুরের বাসিন্দা আব্দুল মালেক বিয়ে করেছেন সিলেটে। হঠাৎ খবর পান শ্বশুর অসুস্থ। শ্বশুরকে দেখতে স্ত্রী-সন্তান নিয়ে সিলেট যান আব্দুল মালেক। এরমধ্যেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।

সাতদিনের লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় পরিবার নিয়ে সিলেটে আটেকে যান মালেক। তবে লকডাউন কবে শেষ হয় এ অনিশ্চয়তায় ভাগ্যকে সহায় করে সিলেট থেকে শরীয়তপুরের পথে রওনা হন তারা। সিলেট থেকে বুধবার রাতে বাসে করে রাজধানীর কাঁচপুরে আসেন তারা। তবে কাঁচপুর থেকে আর কোন গণপরিবহন না পেয়ে সাইনবোর্ড এলাকায় এক আত্মীয়ের বাসায় পরিবার নিয়ে রাত কাটান মালেক।
আজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে জানতে পারেন মাওয়া ঘাটে ফেরি চলাচল করছে। এ খবর পেয়ে পায়ে হেঁটেই মাওয়া রওনা হন মালেক, তার স্ত্রী ও দুই সন্তান।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.