রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. কামাল হোসেন গাজী যোগদান করেছেন। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি এ পদে যোগদান করেন।
আইসিবিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের পূর্বে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. কামাল হোসেন গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং এ ১৯৮৪ সালে বি.কম সম্মানসহ এম.কম ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৭ সালে সিনিয়র অফিসার হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে তার কর্মজীবন শুরু করেন।
তিনি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস ডিভিশন, ফাইন্যান্স ডিভিশন, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন, এমএল/সিএফটি কমপ্লাায়েন্স ইউনিট, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট এবং শাখা প্রধান হিসেবে চট্টগ্রাম, বগুড়া ও খুলনা শাখায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মো. কামাল হোসেন গাজী দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.