গোয়েন্দা বাহিনীর ওপর ক্ষোভ থেকেই কংগ্রেস ভবনে হামলা!

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলাকারীর নাম–পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তার সঙ্গে কংগ্রেসের কোনো রাজনৈতিক দলের যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাতেও তিনি ছিলেন না। ফলে মার্কিন প্রাশসন এটিকে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। তবে দেশটির গোয়েন্দা বাহিনীর ওপর ক্ষোভ থেকেই ওই ব্যক্তি ক্যাপিটল ভবনে হামলার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুসারে, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। শুক্রবার হামলার আগে তিনি চাকরি হারানো, চিকিৎসা করাতে না পারার মতো ঘটনা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন।

গ্রিন বিশ্বাস করতেন, মার্কিন প্রশাসন তার ‘মাইন্ড কন্ট্রোল’ করছে। এছাড়া, হামলার মাত্র ঘণ্টা দুয়েক আগে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ‘স্টোরি’ শেয়ার করেন তিনি, যেখানে মার্কিন ধর্মীয় নেতা লুইস ফাররাখানকে বক্তব্য দিতে দেখা যায়।

গ্রিনের শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশন ছিল, মার্কিন সরকার কৃষ্ণাঙ্গদের এক নম্বর শত্রু।

কিছুদিন আগে ইনস্টাগ্রামের আরেক পোস্টে এ যুবক লিখেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআইয়ের মাধ্যমে ভয়ংকর দুর্ভোগের পরে ফাররাখান তাকে রক্ষা করেছেন। ওই পোস্টের এক কমেন্টে গ্রিন জানান, বাড়িতে একাধিকবার অনুপ্রবেশ, খাবারে বিষক্রিয়া, হামলা, হাসপাতালে অননুমোদিত অস্ত্রোপচার এবং চিন্তাশক্তি প্রভাবিত (মাইন্ড কন্ট্রোল) করার শিকার হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নোহা গ্রিনকে ‘নেশন অব ইসলাম’ নামের একটি দলের সদস্য হিসেবে দেখা গেছে।

এদিকে ক্যাপিটল পুলিশ বলছে, হামলাচেষ্টার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম ব্যালি। তিনি ক্যাপিটল পুলিশে ১৮ বছর ধরে কর্মরত ছিলেন। আহত আরেকজন পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল।

ক্যাম্প ডেভিড থেকে দেওয়া শোকবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিহত পুলিশ কর্মকর্তার সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।

স্পিকার ন্যান্সি পেলোসিও ক্যাপিটল হিলে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়ে শোক জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানান, নিহত পুলিশ কর্মকর্তা উইলিয়াম ব্যালি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্ড্রো মেওয়রকাস টুইটে জানিয়েছেন, হামলার অনেক ঘটনাই এখনো পরিষ্কার নয়। এ ঘটনা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ক্যাপিটল পুলিশের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি নিবিড়ভাবে কাজ শুরু করেছে।

ঘটনার সময় ক্যাপিটলে আইনপ্রণেতারা অনুপস্থিত ছিলেন। কংগ্রেসের অবকাশ চলছিল। বেশির ভাগ কর্মী দাফতরিক কাজ করছিলেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.