ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। এই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরে তাকে পাবে না দিল্লি ক্যাপিটেলস। এমনটাই নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির অংশীদার পার্থ জিনডাল।
আইয়ার মূলত ইনজুরিতে পড়েন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর একটি শট ঠেকাতে গিয়ে। যে কারণে বাম হাতের কাঁধে মারাত্বক ক্ষত ধরা পড়ে তার। পরে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায় সেই কাঁধে অস্ত্রপাচার করাতে হবে এই ডানহাতি ব্যাটসম্যানের।
যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি ওয়ানডে ম্যাচে খেলবেন না এই টপ অর্ডার ব্যাটসম্যান। শুধু তাই নয় এবার দিল্লি ক্যাপিটেলসও নিশ্চিত করলো যে ইনজুরির কারণে তাদের অধিনায়ককে পুরো মৌসুম জুড়েই পাচ্ছে না তারা। তবে তিনি দ্রুতই সেরে উঠবেন বলে বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিটির।
টুইটারে জিনডাল লেখেন, ‘অবশ্যই আমাদের অধিনায়কের জন্য খুবই খারাপ সংবাদ। ধৈর্য ধরো এবং শক্ত থাকো ক্যাপ্টেন, আমা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সবসময় এই বিশ্বাস রয়েছে যে তুমি আরো শক্তিশারী হয়ে ফিরে আসবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তোমার প্রয়োজন রয়েছে।’
আইয়ার না থাকায় ভারতের ১৮ সদস্যের দল থেকে সেরা একাদশে জায়গা হতে পারে সূর্য়কুমার যাদবের। এমনকি শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেই অভিষেক ঘটতে পারে তার। কেননা টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এই ডানহাতি ব্যাটনম্যান। অন্যদিকে দিল্লির ক্যাপিটালসে তার অনুপস্থিতি বেশ ভোগাবে দলটিকে। অধিনায়কের পাশাপাশি গত আসরে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার অনুপস্থিতিতে সহ অধিনায়ক রিশাভ পান্ত কিংবা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.