ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের পুরো মৌসুমে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব।
সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের আবেদনের সাপেক্ষে তাঁকে ছুটি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছুটি মঞ্জুর করলেও সাকিবের আইপিএল খেলার ব্যাপারে অনাপত্তি পত্র দেওয়ার বিষয়টি আবারও পর্যালোচনা করবে বিসিবি।
রবিবার (২১ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেশের খেলা ছেড়ে আইপিএল খেলতে চাওয়া প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির লাইভে সাকিব বলেছিলেন, ‘বারবার কথা হচ্ছে এই টেস্ট নিয়ে। আমি যখন বিসিবিকে চিঠিটা দিয়েছি… যারাই বলছে আমি টেস্ট খেলতে চাই না বা খেলবো না- তাঁরা এই চিঠিটা পড়েনি। এটা হচ্ছে বড় কথা। আমি আমার চিঠির কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি আমার চিঠিতে উল্লেখ করেছি যে, আমি ওয়ার্ল্ড কাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) প্রস্তুতির জন্যে এই সময়টায় আইপিএল খেলতে চাই।’
তিনি আরও বলেছিলেন, ‘এরপর আকরাম ভাই স্পেশালি বারবার বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমার ধারণা উনি সত্যিকারে আমার চিঠিটা পড়েননি। তাঁরা যে ডিশিসনটা নিয়েছে তা আলোচনা করেই নিয়েছে। তবে আমার ধারণা উনি লেটারটা পড়েননি।’
সাকিবের এমন মন্তব্যের পর আকরাম বলেন, ‘অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে ও (সাকিব) চিঠি দিয়েছে যে এবং আমি নাকি চিঠি পড়িনি। ঠিক আছে আমি যেহেতু চিঠি পড়িনি, ভুল বুঝতে পেরেছি যেটা ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথায় বোঝা গেছে। ওকে কাল পরশু আমি বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে অনাপত্তি পত্রের ব্যাপারে চিন্তা করব। আগ্রহ থাকলে ও টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা টেস্টে। আর বাকি যেটা আমরা দেখে সিদ্ধান্ত নেব কি করা যায় না করা যায়।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই এটা তো মনে করেন যে, আমার তো শুধু সাকিবকে নিয়েই দায়িত্ব না, আমরা দায়িত্ব পুরো বাংলাদেশ দলকে নিয়ে। সো ও যদি এটা মনে করে থাকে যে আমি এত বড় একটা দায়িত্বে আছি, অনেকদিন থেকেই আছি। কেউ চিঠি দিলে আমি ঠিকভাবে না পড়ি ওইটাই যেটা বললাম হয়তোবা আমরা তো শ্রীলঙ্কায় যাচ্ছি দুইটা টেস্ট খেলতে, সেখানে তো আমাদের ওয়ানডেও নাই টি-টোয়েন্টিও নাই। সে তো ওই সিরিজেই ছুটি চেয়েছে। ও যদি টেস্ট খেলতে চায় খেলবে। তাহলে আমরা ওর অনাপত্তি পত্রের ব্যাপারে চিন্তা করব। সাকিব যেটা বলেছে চিঠির মধ্যে আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটা করতে যাচ্ছি সেখানে সে না খেলে সে আইপিএল খেলতে চায়। তো শ্রীলঙ্কায় আমরা কি খেলতে যাচ্ছি সেটা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানে। তো এই কথাটা ওইখানে উল্লেখ করা আছে। তারপরও যেহেতু সে নিজের মুখে বলেছে যে সে টেস্ট খেলতে চায়…।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.