মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি: দুদক চেয়ারম্যান

মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস দরকার।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন ২০১৯ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ২১ হাজার ৩৭১টি অভিযোগ আছে ২০১৯ সালে। অনুসন্ধানের জন্য নেওয়া হয় এক হাজার ৭১০টি, একই বছরে মোট মামলা হয়েছে ২৬৩টি, চার্জশিট দেওয়া হয়েছে ২৬৭টির, সাজার হার ছিল ৬৩ শতাংশ।

২০২০ সালে আমাদের সাজার হার ৭৭ শতাংশ। আগের তুলনায় কাজের গতি বেড়েছে বলে উল্লেখ করেন দুদক চেয়ারম্যান।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.