ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়ক মান্না। সবাইকে কাঁদিয়ে ২০০৮ সালে মাত্র ৪৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। অকাল প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে তৈরি হচ্ছে একটি বিশেষ গান। এতে কণ্ঠ দিচ্ছেন ইমরান।
কবির বকুলের লেখায় গানটির সুর করেছেন পুলক অধিকারী। আর সংগীতায়োজন করছেন মেহেদী। যা প্রকাশ হবে মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকীতে (১৭ ফেব্রুয়ারি ২০২১)।
নায়ক মান্নাকে এই প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বিশেষ গানটি তৈরির উদ্যোগ নিয়েছেন তারই স্ত্রী শেলী মান্না। পুরো কাজটি সমন্বয় করছেন নির্মাতা সোহানুর রহমান সোহান।
গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, প্রায় ২ মাস সময় লেগেছে লিখতে। কারণ, এটি আমার কাছে অনেক স্পেশাল। আমি সৌভাগ্যবান, মান্না ভাইয়ের ক্যারিয়ারের বেশিরভাগ হিট গান আমারই লেখা। এমনকি তার সিনেমার সর্বশেষ হিট গান ‘আসবার কালে আসলাম একা’ গানটিও আমারই লেখা। ফলে নতুন গানটি লেখার বিষয়ে আমার মধ্যে অনেক আবেগ আর দায়বদ্ধতা কাজ করেছে। জানি না কতটা ভালো লিখতে পেরেছি।
কবির বকুল জানান, এই গানটির মাধ্যমে নায়ক মান্না সম্পর্কে শ্রোতাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানের কথার সূত্র ধরে এতে মান্না অভিনীত মোট ১১টি ছবির নাম উঠে এসেছে। প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র ঘিরে এই নায়ক-প্রযোজকের স্বপ্ন আর উঠে আসার গল্পটাও।
জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি গানটির একটি ভিডিও অন্তর্জালে উন্মুক্ত করা হবে। থাকবে মান্না স্মরণে নানা আনুষ্ঠানিকতাও।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.