কোনোরকম অঘটর না ঘটলে ইউএস ওপেন ফাইনালের লড়াইটা হওয়ার কথা ছিল জোকোভিচ ও ফেদেরারের মধ্যে। কিন্তু গত শনিবার সেমিফাইলে তারকা পতনের দিনে জোকোভিচ ও ফেদেরারকে হারিয়ে ফাইনালে মুখোমুখি হন র্যাংকিংয়ে ১০ নম্বরে থাকা জাপানি কি নিশিকোরি ও ১৪ নম্বরে থাকা ক্রেয়েশিয়ার মারিন সিলিক।

সোমবার ফাইনালে প্রায় ২ ঘণ্টাব্যাপী লড়াই করে জাপানের কি নিশিকোরিকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পেলেন মারিন সিলিক।
নিশিকোরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে হারান সিলিক।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় সিলিক বলেন, কঠোর পরিশ্রম, বিশেষ করে গত বছরের পরিশ্রমের ফল এটি। এখানে আমি খেলাটা উপভোগ করেছি এবং আমার সেরাটা খেলার চেষ্টা করেছি।
২০০৫ সালের পর এই প্রথম ইউএস ওপেনে ফেদেরার, নাদাল বা জোকোভিচের মতো কোনো তারকা ছাড়াই অনুষ্ঠিত হলো গ্র্যান্ড স্লামের ফাইনাল।
ইউএম/