
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহর আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক এ মামলা করেন।
গত ৫ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন।
অন্যদিকে সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে কয়েকটি বক্তৃতায় বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে জানান মানহানি মামলার বাদী এ বি সিদ্দিক।