কক্সবাজার উপকূল থেকে ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২০ জনকে আটক করেছে পুলিশ। উজানটিয়ার কুতুবদিয়া চ্যানেলের ম্যানগ্রোভ ফরেস্ট এলাকা থেকে সোমবার তাদেরকে আটক করা হয়।

গতকাল রোববার জেলার নাজিরাটেক পয়েন্টে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে কোস্ট গার্ডে সদস্যরা। এ নিয়ে গত দুই দিনে আটকের সংখ্যা ৪২ জন।
পুলিশ জানিয়েছে, আটক ২০ ব্যাক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাচ্ছিলেন। আটক হওয়া ব্যক্তিদের পেকুয়া থানায় আনা হয়েছে।