আবারও মা হতে চলেছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন।
সোমবার এক খবরে বিবিসি জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে মিডলটন গর্ভবতী হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে কিংস্টন প্যালেস জানিয়েছে, এ খবরে রাণী এলিজাবেথ এবং রাজপরিবার যারপরনাই খুশি হয়েছেন। গর্ভধারণের স্বাভাবিক অসুস্থতার কারণে রাজবধূ বর্তমানে চিকিৎসকের নজরদারিতে আছেন।
এ খবর পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন রাজপরিবারকে শুভেচ্ছে জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি খুব খুশি হয়েছেন বলেও জানান।
প্রসঙ্গত, ২০১১ সালে ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের সাথে তার দীর্ঘদিনের প্রেমিকা কেট মিডলটনের বিয়ে হয়। ২০১৩ সালের ২২ জুলাই এ দম্পতি প্রথম সন্তান এবং ব্রিটিশ সিংহাসনের ৩য় উত্তরাধিকারী প্রিন্স জর্জ জন্মগ্রহণ করেন।