
অনলাইন ব্যাঙ্কিংয়ের বাজারে সাইবার অপরাধীদের স্বর্গ হয়ে উঠেছে জাপান।
চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস করা এক সমীক্ষায় ধরা পড়েছে, অনলাইন ম্যালওয়্যার ব্যাঙ্কিংয়ের শিকারের তালিকায় সবার উপরে রয়েছে জাপান।
চীনের ইন্টারনেট নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থা ট্রেন্ড মাইক্রো এই সমীক্ষা চালিয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয় জাপানের টোকিওতে।
তারা বলছে, অনলাইন লেনদেনের ভিত্তিতে ম্যালওয়্যার কাজে লাগিয়ে একের পর এক অপরাধ সংগঠিত করে চলেছে সাইবার অপরাধীরা।
সংস্থার বরাত দিয়ে সোমবার ভারতের বার্তাসংস্থা ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই তিন মাসে জাপানে ম্যালওয়্যার সংক্রান্ত অপরাধের সংখ্যা ১৩ হাজার। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। তিন মাসে যুক্তরাষ্ট্রে এ অপরাধের সংখ্যা ৫ হাজার।
এদিকে ৩ হাজার অনলাইন ব্যাঙ্কিং কেন্দ্রিক অপরাধের জেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত।
ট্রেন্ড মাইক্রো-র অনুসন্ধানকারী শাখা ট্রেন্ডল্যাবস-এর প্রধান নির্দেশক মাইলা ভি পিলাও জানিয়েছেন, ‘সাইবার অপরাধীদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত হচ্ছে ভারত। প্রতি মাসে এখানে ম্যালওয়্যার সংক্রান্ত মামলার সংখ্যা প্রায় ২৫ লক্ষ।’
এস রহমান/