
পুঁজিবাজারের তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১২ দশমিক ১২ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (মে,১৪-জুলাই,১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৭ কোটি ৭৯ লাখ টাকা এবং ইপিএস ছিল ৬৬ পয়সা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে কোম্পানির আলোচিত প্রান্তিকে ইপিএস হতো ৭০ পয়সা। আর আগের বছর ইপিএস হতো ৬২ পয়সা।
অর্থসূচক/এসএ/