
লক্ষ্মীপুরের বিতর্কিত পৌর মেয়র আবু তাহেরের বড় ছেলে, খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আফতাব উদ্দিন বিপ্লব কারাগারের ভেতরে স্ত্রীর সঙ্গে একান্তে ১ ঘণ্টা সময় কাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী কারাবন্দীরা জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জেল কোড অমান্য করে স্ত্রীর সঙ্গে বিপ্লবের সময় কাটানোর সুযোগ দিয়েছেন। তবে কারগার কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২টি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বিপ্লবকে কুমিল্লা কারাগার থেকে আকস্মিকভাবে গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে আসার পরপরই বিপ্লব মোবাইল ফোনে স্ত্রী সানজিদা খায়েরের সঙ্গে যোগাযোগ করেন।
এর কিছুক্ষণ পরেই সানজিদা খায়ের কারাগারে বিপ্লবের সঙ্গে দেখা করতে আসেন। এসময় কারা কর্তৃপক্ষ বিপ্লবকে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ তৈরি করে দেন। তারা ২ জনে কারাগারের নির্জন একটি কক্ষে প্রায় ১ ঘণ্টা সময় কাটিয়েছেন বলে অন্য কারাবন্দীরা জানিয়েছেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন জেল সুপার মাহবুবুর রহমান। তিনি অর্থসূচকককে বলেন, ‘কারা মহাপরিদর্শকের নির্দেশে একটি মাইক্রোবাসে করে বিকেলে বিপ্লবকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে লক্ষ্মীপুর জেলা কারাগারে আনা হয়। তারপর থেকে বিপ্লব তার জন্য নির্দিষ্ট সেলেই রয়েছেন। তার সাথে কেউ দেখা করতে আসেনি’।
কিন্তু হঠাৎ করে বিপ্লবকে কুমিল্লা থেকে লক্ষ্মীপুর কারাগারে কেন ফিরিয়ে আনা হল- প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান জেল সুপার মাহবুবুর রহমান।
উল্লেখ্য, গত ১ আগস্ট লক্ষ্মীপুর কারাগারে বসে মোবাইল ফোনে সানজিদা খায়েরকে বিয়ে করেন বিপ্লব। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। আলোচনা-সমালোচনার মুখে বিয়ের মাত্র ৪ দিনের মাথায় তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ড পেয়েছিলেন বিপ্লব। ২০১১ সালে তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুদণ্ড মওকুফ করে দেন। শিবির নেতা মহসিন ও যুবদল নেতা ফিরোজ হত্যা মামলায় বিপ্লব বর্তমানে ১০ বছরের সাজা ভোগ করছেন।বিষমকামী বা উভকামী নারীদের তুলনায় যৌন জীবনে অনেক বেশি তৃপ্ত।
অন্যান্য নিউজ
যৌনচক্র চালানোর দায়ে গ্রেপ্তার যে তারকারা
‘হেট স্টোরি ২’-র পর এবার ‘ক্রিয়েচার ৩ডি’ সিনেমায় উত্তেজক দৃশ্যে পর্দা কাঁপাতে চলেছেন সুরভীন।….
গোপনে মেয়েদের গোসল দেখা জায়েজ!
নারী-পুরুষের ফেসবুক চ্যাটিং নাজায়েজ!
বিসম্য়কর শোনালেও এইচ ডব্লিউ নামের অশীতিপর ওই বৃদ্ধের জীবনে ঘটেছে এমন অলৌকিক ঘটনা…