
সম্প্রতি অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন কারণ নেই বলে জানিয়েছে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে, মেঘনা কনডেন্স মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল কোম্পানি দুটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই কতৃপক্ষ। এর জবাবে কোম্পানি দুটি জানায় কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দুটির দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, মেঘনা কনডেন্স মিল্কের গত ৩ সেপ্টেম্বর থেকে একটানা দর বেড়েছে। এ সময়ের মধ্যে ৭ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ৮০ পয়সা পর্যন্ত দর বেড়েছে। এদিকে ৫২ সপ্তাহে শেয়ারটির দর ৬ টাকা ৬০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা পর্যন্ত বেড়েছে।
প্রসঙ্গত, মেঘনা কনডেন্স মিল্ক ৫৩ কোটি ৯২ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। শেয়ারটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। পিই রেশিও নেগেটিভ রয়েছে।
একইভাবে মেঘনা পেটেরও গত ৩ সেপ্টেম্বর থেকে একটানা দর বেড়েছে।এই সময়ে শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ২০ পয়সা পর্যন্ত বেড়েছে। এদিকে ৫২ সপ্তাহে শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা থেকে ১১ টাকা পর্যন্ত বেড়েছে।
প্রসঙ্গত, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি ৮২ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। শেয়ারটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। পিই রেশিও নেগেটিভ রয়েছে।
অর্থসূচক/এসএ/