ফরিদপুরে বাসের ধাক্কায় জায়নুল আবেদীন (৪৫) নামে এক পুলিশ কর্মকতা নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে জেলার করিমপুর হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়নুল আবেদীনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পূর্ব সৈয়দপুর গ্রামে। তিনি করিমপুর হাইওয়ে থানায় এটিএসআই (অ্যাসিট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে থানার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন জায়নুল। এ সময় কামারখালী থেকে ফরিদপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান নজরুল ইসলাম।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল হক বলেন, বাসটিকে আটক করা গেলেও বাসচালক পালিয়ে গেছে।