
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন লেগে ৮ টি গুদাম পুড়ে গেছে।
সোমবার ভোরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আলতাফ হোসেনের ঝুট গুদামে ভোর পৌনে ৫ টার দিকে আগুন লাগে। পরে আরও ৭ টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
আগুনে ৮টি গুদামের সব মালামাল পুড়ে গেছে।
তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল।
ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
এএসএ/