বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ১৮২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় দিনে ৭১.৪ ওভার খেলে এই রান সংগ্রহ করেছে টাইগার বাহিনী।

দিন শেষে ক্যারিবীয়দের চেয়ে ৩০২ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ৪৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে একমাত্র অর্ধশতক করেছের মুমিনুল। ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৫ উইকেট নিয়েছেন সুলেমান বেন।
আগের ৪০৭ রানের সঙ্গে তৃতীয় দিনের প্রথম সেশনে ৭৭ রান যোগ করে প্রথম ইনিংস ঘোষণা করেন ক্যারিবীয় অধিনায়ক দিনেশ রামদিন। দ্রুত রান তুলতে গিয়ে দিনের শুরুতেই আগের দিনে দ্বিশতক তুলে নেওয়া ব্রেথওয়েইটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্রুত আরও ৩টি উইকেট হারায় ক্যারিবীয় ক্রিকেট দল।
৭ উইকেট হারানোর পর ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের পক্ষে ১৩৫ রান দিয়ে ৫ উইকেটে নিয়েছেন টেস্টে অভিষেক হওয়া তাইজুল ইসলাম।
এমই/