টেস্ট ও ওয়ানডেতে আরও মনোযোগী হতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জর্জ বেইলি।

জিম্বাবুয়েতে গত শনিবার শেষ হওয়া ত্রি-দেশীয় সিরিজে অস্টেলিয়া ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন বেইলি।
বেইলির জানান, ভিন্ন ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দেওয়াটা বেশ কঠিন। সেজন্যে অনেকটা সময় ব্যয় হয় বলেও মনে করেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৪৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন বেইলি। কিন্তু টেস্ট খেলার সুযোগ পান মাত্র ৫টি।
ইউএম/