দীর্ঘদিনের বান্ধবী জুলিয়া লেমিগোভাকে বিয়ের প্রস্তাব দিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সবাইকে চমকে দিয়ে বড় পর্দায় এ ঘোষণা দেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের এই সাবেক তারকা ইউএস ওপেনের সেমি-ফাইনালে জোকোভিচের বিদায়ের পরই বিয়ের প্রস্তাব দেওয়ার সময়টা বেছে নেন ।
‘তুমি আমাকে বিয়ে করবে’ – স্টেডিয়ামের বড় পর্দায় সাবেক টেনিস তারকা নাভ্রাতিলোভার এ প্রস্তাব শুনে আনন্দের সঙ্গে রাজি হয়ে যান জুলিয়া।
নাভ্রাতিলোভা ঘোষণায় বলেন, আমি জুলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমি মনে করেছি, এটা ছিল প্রশ্নটা তোলার সঠিক সময় ও সঠিক স্থান। আর উত্তরটাও পেয়েছি মনের মতো।
১৯৮১ সালে ১৯ বছর বয়সে লেমিগোভা মিস সোভিয়েতের মুকুট পরেন। ১৯৯৭ সালে তিনি ফরাসি ব্যাংকার এডওয়ার্ড স্ট্রিমের সাথে সম্পর্ক স্থাপন করেন। ২০০৫ সালে তাদের সম্পর্ক শেষ হয়।
বিয়ের খবরে অনেক টেনিস তারকা সামাজিক যোগাযোগ সাইটে নাভ্রাতিলোভাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। নাভ্রাতিলোভাও তার ভক্তদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
ইউএম/