
কলকাতার যানজটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার রোপওয়েতে অনায়াসেই পৌছে যেতে পারেন গন্তব্যে। শুনতে অবাক লাগলেও এমনই নতুন পরিবহনের হদিশ দিলো সিআরএসএল নামের এক সংস্থা।
শনিবার জোকায় পরীক্ষামূলকভাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ভারতের বার্তাসংস্থা জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অফিস টাইমে ভিড়ে ঠাসা মহানগরীতে নতুন এ পরিবহনে করে আপনি মাত্র কয়েক মিনিটে অবলীলায় পৌঁছে যাবেন গন্তব্যস্থলে।
সংস্থাটি দাবি করেছে, নন লিনিয়ার কার্ভো রোপওয়ের মাধ্যমে শহরের যানজটকে পেছনে ফেলে অনায়াসেই গন্তব্যে যেতে পারেন যাত্রীরা।
কী এই নন লিনিয়ার কার্ভো রোপওয়ে?
সংস্থার দাবি, অন্যান্য রোপওয়ের মতো সরলরেখা বরাবর নয়, এই সিস্টেমে শহরের ভিড়ে ঠাসা ঘিঞ্জি রাস্তা পেরিয়ে শহরের যে কোনো প্রান্তেই যেতে পারবে রোপওয়ে।
এই রোপওয়েতে একসাথে উঠতে পারবেন ১০ জন যাত্রী। এর গড় গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার।
তবে গোটা বিষয়টি আপাতত পরিকল্পনা স্তরেই রয়েছে বলেও জানান সিআরএসএল।
এএসএ/