স্যন্ডি নারডো নামের এক আইরিশ নারী ১৪০ পুরুষের শয্যাসঙ্গী হয়েছেন। ডাবলিনের এই মহিলা তার ডায়েরিতে তা লিপিবদ্ধও করেছেন।

মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই পুরুষদের চেহারা এবং বিছানায় পারফরম্যান্সের মাপকাঠিতে ১ থেকে ১০ পর্যন্ত রেটিংও দিয়েছেন ৫৩ বছরের নারডো।
রুথ লাংসফোর্ড নামে একজন টিভি উপস্থাপিকাও তার স্বামীকে দেওয়া এক টিভি সাক্ষাতকারে তিনি একথা বলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজের পুরো যৌন জীবনের বিস্তারিত খুঁটিনাটি মনে রেখেছেন বলে জানিয়েছেন নারডো। তিনি বলেন, এটা ওসিডি (অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার) রোগের লক্ষণ হতে পারে।
তিনি জানিয়েছেন, ১৯ বছরে তিনি কুমারীত্ব হারান। শয্যাসঙ্গীর তালিকা রাখতে ভালবাসেন। এ পর্যন্ত সামলেছেন ১৪০ পুরুষ। তবে নিজের স্বামীকে দিয়েছেন ১০-এ ১০। যদিও ভদ্রলোক মানসিকতার দিক থেকে তার বিপরীত মেরুর।
ইউএম/