
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস রাইট শেয়ারে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সাথে প্রিমিয়াম নেবে ১০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
শনিবার কোম্পানির অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ টাকা প্রিমিয়ামে রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল।
প্রসঙ্গত, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানি অর্থাৎ ২:১ অনুপাতে। ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল হবে ২০ টাকা।
রাইট ইস্যুর মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানির ঋণের পরিমাণ কমানো এবং পরিশোধিত মূলধন বাড়ানোর কাজে লাগাবে।
তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিলেই রাইট শেয়ার ছাড়তে পারবে জেএমআই সিরিঞ্জ।
অর্থসূচক/এসএ/