
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহ লেডিস ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার রাতে স্থানীয় সার্কিট হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী রফিকা ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, লেডিস ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপারের সহধর্মিনী মেহের নিগার আক্তার, ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ এসকে ভৌমিক ও নাজনীন আমীন নিপা।
সভা শেষে লেডিস ক্লাবের প্রকাশনা ‘বিহঙ্গ’র মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও গরিব মেধাবী ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়।
এরপর প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
এএসএ/