
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান অভিযোগ করে বলেছেন, সরকার নীতিমালা করার মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিটিভি বানানোর চেষ্টা করছে, যেখানে সারাদিন আওয়ামী লীগের গুণকীর্তণ করা হবে।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
খালিকুজ্জামান বলেন, সম্প্রচার নীতিমালার আওতায় কারা টেলিভিশনের লাইসেন্স পাবে তা অস্পষ্ট। নীতিমালায় সাংবাদিকদের নিরাপত্তা ও বেতন কাঠামোর বিষয়ে কিছু বলা হয়নি। তাহলে এটা কিসের নীতিমালা?
বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের মাধ্যমে সরকার স্বৈরতন্ত্রকে পাকাপোক্ত করতে চাইছে বলে অভিযোগ করেন প্রবীণ এ রাজনীতিক ।
বাসদ নেতা বলেন, বিচারপতি নিয়োগে যোগ্যতার মাপকাঠি কী হবে-এ রকম কোন সুনির্দিষ্ট কোনো আইন বাংলাদেশে নেই। কিন্তু সরকার সেদিকে নজর না দিয়ে সংসদ সদস্যদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিচ্ছে, এতেই প্রমাণিত হয় এ সরকার স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল কাদের, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ, রাজিকুজ্জামান রতন প্রমুখ।
এমআই/