ডিজাইন ও অভিনবত্বের জন্য ইতোমধ্যে গাড়ির জগতে ‘ধ্রুপদী’ তকমা পেয়েছে লেক্সাস। এবার হৃদয়-মন জয় করতে জাপানি প্রতিষ্ঠানটি আরও আকর্ষণীয় একটি মডেল বাজারে এনেছে।

চার আসন বিশিষ্টি ২০১৫ লেক্সাস আরসি ৩৫০ মডেলের এই গাড়িটি ঝাঁ চকচকে ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিনের গুণে ক্রেতাদের মন জয়ে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, টয়োটা মটর্সের বিলাসী গাড়ি নির্মাণ শাখা লেক্সাসের দাবি, ২০১৫ লেক্সাস আরসি ৩৫০ মডেলের গাড়িটি জ্বালানি সাশ্রয়ী। ৩০৬ হর্স পাওয়ার বিশিষ্ট ভি৬ ইঞ্জিনের এই গাড়িতে রয়েছে ৮ টি দ্রুত অটোমেটিক ট্রানসমিশন।
নির্মাতারা জানিয়েছেন, এই গাড়িতে আছে রিয়ার হুইল ড্রাইভ, যন্ত্রাংশের স্থায়িত্ব নিরুপণ প্যানেল, এলইডি হেডলাম্পস সহ সর্বাধুনিক সব সুবিধা।
জানা গেছে, প্রতিযোগী কোম্পানি বিএমডব্লিউর প্রায় একই রকম গাড়ির দাম বিবেচনায় এটির দাম অনেক কম। লেক্সাসের এই গাড়ি হাঁকাতে আপনাকে খরচ করতে হবে ৪৮ হাজার মার্কিন ডলার।