
ইবোলা ঠেকাতে ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিয়েরা লিওনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
শনিবার এক খবরে বিবিসি জানিয়েছে, ইবোলার বিস্তার ঠেকাতে নতুন ভাবে আক্রান্তদের আলাদা করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটিতে ইবোলার সাম্প্রতিক প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৪৯১ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসে গত কয়েক মাসে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ২ হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সংস্থাটির আশঙ্কা, জরুরি ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ভাইরাসে ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকাতে পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে ইবোলা ভাইরাস প্রথম ধরা পড়ে। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা ৯০ শতাংশ। এ রোগের কোনো চিকিৎসা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সাধারণত আক্রান্ত ব্যক্তি বা পশুর সংস্পর্শের মাধ্যমে এ রোগ ছড়ায়।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য জানিয়েছে, যে সব ব্যক্তি ইবোলা আক্রান্ত হওয়ার পরন সুস্থ হয়ে উঠেছেন, তাদের রক্ত অন্যদের চিকিৎসায় ব্যবহার করা যাবে।