
জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের বিরুদ্ধে মামলা করেছে হায়দারাবাদ পুলিশ।
ভারতের অনলাইন বিনোদন বার্তাসংস্থা সান্তাবান্তার এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ১৯৭১ সালে নিবন্ধিত ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা অবমাননার দায়ে হায়দারাবাদের পুরাতন শহর ফালাকনুমা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
অভিযোগ, মল্লিকার পরবর্তী ছবি ‘ডার্টি পলিটিক্স’-এর পোস্টারে ভারতীয় জাতীয় পতাকা গায়ে জড়িয়ে একটি গাড়ির ছাদে বসে থাকতে দেখা যায় তাকে।
তেলেঙ্গানা রাজ্যে এটা হচ্ছে তার বিরুদ্ধে দ্বিতীয় মামলা। এর আগে গত মাসেও করিমনগর থানায় জাতীয় পতাকা অবমাননার দায়ে মল্লিকার বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ইতোমধ্যে হায়দারাবাদ হাইকোর্ট মল্লিকা এবং কেন্দ্রীয় সরকারকে একটি নোটিস জারি করেছে।
এস রহমান/