দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের সংগ্রহ ২৬৪ রান। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মুশফিক। প্রথম দিনে ৮৭ ওভার বোলিংয়ে বাংলাদেশিদের সাফল্য মাত্র ৩ উইকেট।

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও উইকেট নিতে ব্যর্থ হয় অনভিজ্ঞ বোলাররা। ৩৯.১ ওভারে ক্যারিবীয় উইকেটে প্রথম আঘাত হানে টেস্টে অভিষেক হওয়া শুভাগত হোম। ১০৫ বলে ৬৪ রান করা ক্রিস গেইলকে এলবিডব্লিউ এর ফাঁদ ফেলেন এই অফস্পিন অলরাউন্ডার। এর আগেই ১১৬ রানের জুটি করেন দুই ক্যারিবীয় ওপেনার।
দ্বিতীয় জুটিতে খুব ভালো কিছু করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। বলা যায়, স্বাগতিক তৃতীয় ব্যাটসম্যানকে মাঠে দাঁড়াতেই দেননি বোলাররা। ১৭ রানের জুটির পর তৃতীয় ব্যাটসম্যান কার্ক এডওয়ার্ডসকে (১০) প্যাভিলিয়নে ফেরান অপর অভিষিক্ত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
চতুর্থ ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভোকে নিয়ে আবারও বড় জুটি গড়েন ওপেনার ব্রেথওয়েইট। তৃতীয় উইকেট জুটিতে ক্যারিবীয়দের সংগ্রহ ১২৮ রান। এটি দিনের সবচেয়ে বড় জুটি। এসময় সেঞ্চুরি পূরণ করেন ওপেনার ব্রেথওয়েইট।
শেষবেলায় ব্যাক্তিগত ৬২ রানে ড্যারেন ব্র্যাভোকে প্যাভিলিয়নের পথ দেখান তাইজুল ইসলাম। দিন শেষে ব্রেথওয়েইট ১২৩ রান এবং শিবনারায়ণ চন্দরপল ১ রানে অপরাজিত থাকেন।
ব্যক্তিগত ১৫৭ নম্বর ম্যাচে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন চন্দরপল। আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার। তিনি ১৫৬টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২৬৪/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ১২৩*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ১*; তাইজুল ২/৬৯, শুভাগত ১/৭৬)
এমই/