
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ সেশনের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ ইউনিটের’প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে৭পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটককৃত পরীক্ষার্থীরা হলেন- মো. ইমরান, দিপু চন্দ্র রায়, আবুল হোসেন, প্রিতম, হরিচন্দ্র, ইউসুফ, রমজান আহমেদ।
এই পরীক্ষার্থীদের মোবাইলেরখুদেবার্তায় ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এদের সবাইকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, অভিযুক্তদের ওএমআর শিট বাতিল করা হয়েছে। এদের বিরুদ্ধে জালিয়াতির চেষ্টার অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ সেশনের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ ইউনিটের’প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার সি ইউনিটে ৬২০টি আসনের (বাণিজ্য- ৫৪০টি, অন্যান্য-৮০টি) বিপরীতে মোট ৪৫ হাজার ৫৩২ জন আবেদন করে। এই হিসেবে প্রতি আসনের বিপরীতে ৭৩ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে।