ঝিনাইদহের মহেশপুর উপজেলার বারইপাড়া ও মাঠপাড়া এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করেছে র্যাব।

র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, আটকৃতরা হলেন- উপজেলার গয়েশপুর গ্রামের শাজাহান মিয়ার ছেলে রতন মিয়া (৩৩), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জহুর আলী (৩০) ও পাতিবিলা গ্রামের সাইদ মণ্ডল (৩৫), মহেশপুরের হামিদপুর গ্রামের হারাধন চন্দ্রের ছেলে শ্রী সুশান্ত (২০) এবং মেহেরপুর জেলার মল্লিকপাড়ার আব্দুল লতিফের ছেলে মিনারুল ইসলাম (৩২)।
তিনি বলেন, তাদের স্বীকারোক্তি মোতাবেক লুকিয়ে রাখা ইয়াবা, ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এএনএ/সাকি