ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
গ্রীণ ইভেন্টস এর আয়োজনে ও সেভেন রিংস সিমেন্টের সৌজন্যে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশীদ।
জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম খন্দকার লেভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আসম জাহঙ্গির চৌধুরী টিটো, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, সেভেন রিং সিমেন্টের চিফ অ্যাডভাইজর এরশাদ আলী আজাদ, গ্রীণ ইভেন্টেসের উপদেষ্টা সিরাজুল ইসলাম পাশা প্রমুখ।
বক্তারা বলেন, মাসব্যাপী আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা দেশিয় শিল্প বিকাশে ভূমিকা রাখবে।
উদ্যোক্তারা জানান, মেলায় ৫৬টি স্টল রয়েছে। এসব স্টলে জামদানী, বেনারসী, গৃহস্থালী, হস্ত ও দেশিয়জাত শিল্প পণ্য সুলভে বিক্রি হচ্ছে। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা।
এমআইটি/সাকি