
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাহাড়ি খালের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে চরমবা ইউনিয়নের নয়াবাজর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোহাম্মদ আলীর পুত্র ইরফান (৬), নূরুল ইসলামের পুত্র নাইমুল (৬) এবং জসিম উদ্দিনের ছেলে সাব্বির (৭) । নিহত তিনজন চরমবা জামেয়াতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।
চরমবা ইউনিয়নের চেয়ারম্যান সাদাত উল্লাহ জানিয়েছেন, নিহত ৩ জনই একই বাড়ির চাচাতো ভাই ।
সাদাত উল্লাহ আরো জানান, স্থানীয় নয়াবাজার এলাকার রামছড়ি খালে খেলতে গেলে একই বাড়ির তিন শিশু পানিতে ডুবে মারা যায়।