১৮ তম গ্রান্ড স্লামের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন রজার ফেদেরার। ইউএস ওপেনের সেমিফাইনালে পা রেখেছেন এই সুইস। ৫ সেটের থ্রিলারে হারিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলসকে। ৪-৬, ৩-৬, ৬-৪, ৭-৫, ৬-২ সেটে জেতেন ফেদেরার।

তবে ফেদেরারের শুরুটা মোটেও ভাল হয়নি। গায়েলের কাছে প্রথম দুটি সেট হারেন তিনি।
তবে, তৃতীয় সেটটি জিতে যান । চতুর্থ সেটে ফিরে আসেন হারের মুখ থেকে। বাঁচান বেশ কয়েকটি ম্যাচ পয়েন্টও। শেষ পর্যন্ত ৭-৫ এ পকেটে পুরে নেন চতুর্থ সেট।
ফাইনাল সেটে মাথা তুলতেই দেননি ফরাসি প্রতিপক্ষকে। সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার সিলিচের মুখোমুখি হবেন ৫ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
এদিকে মহিলাদের ডাবলসে সানিয়া-কারা ব্ল্যাকের ইন্দো-জিম্বাবুয়ান জুটি থমকে গেছেন সেমিফাইনালেই।
ইউএম/